নীলফামারীর সদর উপজেলায় মোরছালিন নামে ৪ বছরের এক শিশুকে গলাটিপে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নিহত শিশুর সৎ দাদি।
উপজেলার সোনারায় ইউনিয়নের চকদুবুলিয়া ডাঙ্গাপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত মোরছালিন ওই গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।
সদর থানার ওসি (তদন্ত) মাহমুদ উন নবী ঘটানর সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে সুরতহাল তৈরি করে নীলফামারী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বাবা নুরুজ্জামান বাদী হয়ে সৎ দাদি তাসলিমাকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মাহমুদ উন নবী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সৎ দাদি তাসলিমা এ হত্যাকাণ্ড ঘটিয়ে ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে।
পুলিশের একটি টিম অভিযান চালাচ্ছে। তাকে আটক করতে পারলে এ হত্যাকাণ্ডটির রহস্য উন্মোচিত হবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এএসএম মুক্তারুজ্জামান জানান, আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।