টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সিএনজি ও বালু বোঝাই ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ আহত হয়েছে।
আজ শনিবার (০৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নাগরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে টাঙ্গাইল গামী ১টি সিএনজির সাথে নাগরপুর গামী ১টি বালু বোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন মৃত্যু হয়।নিহত ব্যক্তি হলেন নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা গ্রামের মজিদের ছেলে সেন্টু (৩২)।
ঘটনার পরেই ট্রাক্টর চালক পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান আনিস বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আইনগত পদক্ষেপ গ্রহন করছি।
ট্রাক্টর ও সিএনজি আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ ও তদন্তসাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।