খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম জানিয়েছেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় যারা জড়িত তাদের খোঁজ পাওয়া গেছে।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার স্থান পরিদর্শনকালে শনিবার (০৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি এ কথা বলেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
ঘটনাস্থল পরিদর্শনের সময় ডিআইজি নাহিদুল ইসলাম স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের হদিস পাওয়া গেছে। তাদেরকে অচিরেই আইনের আওতায় আনা হবে।