বরগুনায় ছোট ভাইয়ে স্ত্রীকে মুখ চেপে ধানক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগে ভাসুর জালাল মৃধাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার নারীর স্বামী ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৫ সালে মারা যান। এরপর থেকেই ভাসুর জালাল মৃধা বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ভাসুরের কাছে থেকে রক্ষা পেতে দুই মাস আগে তার দেবরকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামী ঢাকায় অবস্থান করে। সে সুযোগে সৎ ভাসুর জালাল মৃধা তাকে ধর্ষণ করে।
মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় গৃহবধূ নিজ বাড়ি থেকে তার নানাবাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হন। এ সময় ধানক্ষেতের পাশে ওঁৎ পেতে থাকেন সৎ ভাসুর জালাল মৃধা। গৃহবধূ কাছাকাছি গেলে জালাল মৃধা মুখ চেপে ধানক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় শুক্রবার (৪ ডিসেম্বর) গৃহবধূ থানায় গিয়ে ধর্ষণ মামলা করেন।
বরগুনার তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ মামলা করলে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।