স্বামী প্রবাসে, স্ত্রী জ’ড়ালো প’রকীয়া প্রেমে আর সেই প’রকীয়া প্রেমিকের সাথে দেখা করতে গিয়েই দেখা মিললো প্রবাসী স্বামীর সাথে৷ ঘটনাটি ঘটেছে ভৈরবের কুলিয়ারচর ব্রিজে উপরে৷ জানা গেছে ওমান প্রবাসী স্বামী
জিসান মিয়া দুই বছর আগে বিয়ে করেন পাশের গ্রামের আয়শা বেগমকে৷ তাদের বাড়ি কুমিল্লাতে৷
স্বামী জিসান মিয়া ওমানে থাকেন এই সুযোগে স্ত্রী আয়শা বেগম বিভিন্ন পুরুষের সাথে প’রকীয়া করেন৷ এদিকে ওমান প্রবাসী স্বামী জিসান মিয়া একটি
ভিডিও বার্তার মাধ্যমে সম্পূর্ণ ঘটনা পরিষ্কার করেছেন৷ ভিডিও বার্তায় জিসান মিয়া বলেন, ”আমি ওমান প্রবাসী৷
দুই বছর আগে ছুটিতে দেশে আসলে এলাকার একজনের মাধ্যমে পাশের গ্রামের একটি মেয়েকে (আয়শা) বিয়ে করি!
বিয়ে করার পর আমি আবার ওমানে চলে যাই৷ আমি ওমানে চলে
যাওয়ার পর আমার স্ত্রী মাত্র তিন বার আমার বাড়িতে গিয়েছিল! আমার সব থেকে আ’শ্চার্য লাগছে আমার তখন, যখন আমার স্ত্রী রাত ২ টা পর্যন্ত ইমুতে এক্টিব
থাকতো কিন্তু আমি ফোন দিলেই বলতো ব্য’স্ত আছি, কখনো বলতো ভাই ফোন দিয়েছে ইত্যাদি কথা বলে আমাকে অ’বহেলা করতো! তখনি আমার স’ন্দেহ হয়৷ তাই পরবর্তীতে
নিজের স্ত্রী’কে পরিক্ষা করার জন্য ভূয়া(রাজা) নামে একটি আইডি খুলে তার সাথে কথা বলি! সব থেকে অবাক লাগছে সে আমার ফাঁ’দে সহজেই পা দিয়ে দেয়,
জড়িয়ে যায় প’রকীয়া প্রেমে৷ এমন সময় স্ত্রী আয়েশা কান্না করতে করতে তার ব্যাগ থেকে কো’রান শ’রীফ বের করে বলেন যে দেখেন সবাই এটা কি? এই পবিত্র কো’রান শরীফ পড়ে কি কেও কখনো মি’থ্যা বলে বলবে।
এই কথা গুলো বলতে বলতে স্ত্রী আয়েশা কা’ন্নায় ভে’ঙে পরেন।