ময়মনসিংহে মহামারী (কোভিট-১৯) করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের মাঝে মাস্ক বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই জনগনকে সচেতনতা করতে ফ্রন্ট লাইনে থেকে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ পুলিশ। বিশেষজ্ঞদের মতে দ্বিতীয়দফায় আরো কঠিন আকারে করোনা সংক্রমণ হতে পারে এই আশংকায় পুলিশ এবং জনগণের মাঝে সচেতনতা বাড়াতে পুলিশ সদস্যদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। ময়মনসিংহের বিভিন্ন ইউনিটের প্রায় ৩ হাজার পুলিশ সদস্যদের মাঝে আজ বিকেলে তিনি মাক্স বিতরণ করেন।
মাক্স বিতরণ কালে পুলিশ সুপার বলেন, করোনার শুরু থেকে পুলিশ ও ডাক্তার ফ্রন্ট লাইনে থেকে দায়িত্ব পালন সহ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে কাজ করছে। তিনি বলেন এ পর্যন্ত পুলিশের ১৪০০ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। ময়মনসিংহে শতাধিক সদস্য আক্রান্ত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় দফায় করোনার ভয়াবহতা শুরু হতে পারে। এ জন্য পুলিশ সদস্যদেরকে করোনামুক্ত এবং জনগণের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করা হচ্ছে। কারণ পুলিশ সদস্যরা মাস্ক না পরলে জনগণ কে মাস্ক পরার তাগিদ দেয়া হলে জনগণ তা মানবে না।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, জয়িতা শিল্পী, হাফিজুল ইসলাম, পুলিশ পরিদর্শক ট্রাফিক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ডিবির ওসি শাহ কামাল আকন্দসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।