শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (১৫) ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় হুমায়ুন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হুমায়ুন উপজেলার খারুয়া ইউনিয়নের বেলতৈল গ্রামের আব্দুর রশিদের ছেলে।
আরো পড়ুন: বিয়ের আসরে পাল্টে গেল বউ, কনে সাজলেন ভাবি
গত বুধবার সকালে উপজেলার খারুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে দুপুরে পুলিশ হুমায়ুনকে গ্রেপ্তার করে।
ঘটনার বিষয়ে পুলিশ জানায়, ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণীকে প্রায়ই উত্ত্যক্ত করতো তার চাচাতো ভাই বখাটে হুমায়ুন। আজ বুধবার সকালে তরুণীর বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধর্ষণ করে সে। একপর্যায়ে হুমায়ুন চলে যেতে চাইলে তাকে জাপটে ধরে চিৎকার দেয় ওই তরুণী।
আরো পড়ুন: নিজের মেয়েকে ধর্ষণ করে জ্বীনের দোষ দিল বাবা
পরে স্থানীয়রা হুমায়ুনকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ হুমায়ুনকে গ্রেপ্তার করে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।