মোংলায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ নারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে এ সংবর্ধনা দেয়া হয়।
যে নারীরা জীবন সংগ্রামে সফল হয়েছেন, তাদের মোংলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে প্রতিবছর ‘জয়িতা’ নামের এ পদক দেয়া হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস ইশরাত জাহান'র সভাপতিত্বে গতকাল বুধবার অফিসার্স ক্লাবে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কমলেশ মজুমদার, বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনিমেষ বালা, বুড়িরডাঙা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র রায়, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম নাজিনা, মিঠাখালি ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, ডাঃ কবিরুল ইসলাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জীবনের জন্য প্রকল্প কর্মকর্তা আবেদা সুলতানা, বিশিষ্ট সাংবাদিক মোঃ আবু হোসাইন সুমন, মোঃ মাহমুদ হাসান, মোঃ হাফিজুর রহমান, মোঃ মনির হোসেন, ইউপি সদস্য পারুল রায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাঠ কর্মকর্তা প্রদীপ মজুমদার, রাজকুমার সরকার, শুভ্রা প্রিয়া রায়, সুষ্মিতা মন্ডল। অতিথিরা জয়িতাদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোংলা সরকারি কলেজের অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান।
এবছর যারা জয়িতা পদক পেলেন তারা
হলেন উপজেলা পর্যায়ে সমাজ উন্নয়নে অবদান রাখায় শিপ্রা হালদার, সফল জননী কদবানু বেগম, শিক্ষা চাকরিতে সাফল্য অর্জনকারী নারী ডাঃ মৌসুমী আফরোজ মৌ, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ঝর্ণা আক্তার ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে সফল নারী সাবিনা খাতুন।
এদিকে জেলা পর্যায়ে একই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন ডাঃ মৌসুমী আফরোজ মৌ ও ঝর্ণা আক্তার।