উল্টোপথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় জহির উদ্দিন নামে এক বিচারককে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের ঘটনায় বন্দর থানা আওয়ামী লীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক হাজি ইকবালের ছেলে আলী আকবর ও জিসান নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
পতেঙ্গা আউটার রিং রোডে বুধবার (৯ ডিসেম্বর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। হামলার শিকার জহির উদ্দিন চট্টগ্রাম আদালতে ৫ম যুগ্ম দায়রা জজ হিসেবে দায়িত্বরত রয়েছেন।
আরো পড়ুন: কিশোর রিকশাচালককে পিটিয়ে হাত ভেঙে দিল পুলিশ
ঘটনার বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিকেলে আউটার রিং রোডে উল্টোপথে বেপরোয়াভাবে মোটর সাইকেল রেস করছিলো আলী আকবর ও জিসান। বিচারক জহির উদ্দিন তাদের এমন আচরণের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে দুইজন বিচারকের ওপর হামলা চালায়।
এসময় স্থানীয় লোকজন তাদের হাত থেকে বিচারককে উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এ কর্মকর্তা।
আরো পড়ুন: কুমিল্লায় শিক্ষিকাকে লাগাতার ধর্ষণ ৬ যুবকের, এরপর যা বলল শিক্ষিকা
প্রসঙ্গত, ২০১৮ সালে হালিশহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনীর সভা চলাকালীন সময়ে যুবলীগ নেতা মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা হাজি ইকবাল ও তার ছেলে আলী আকবর।