তালায় বীরমুক্তিযোদ্ধাদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বুধবার দুপুরে পাইকগাছার কপিলমুনি যাওয়ার পথে তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স এর সামনে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন আ ক ম মোজাম্মেল হক। উক্ত সময় উপজেলার বীরমুক্তিযোদ্ধারাসহ তালা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের হতে লাল গালিচা ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার,উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন,তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, বীরমুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ,মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার,অধ্যক্ষ এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান, বীর মুক্তিযোদ্ধা সরদার সুজায়েত আলী, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ পাল প্রমুখ।