নাটোর সদর হাসপাতালে জানালার কার্নিশ থে'কে সদ্য এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ ডি'সেম্বর) সকালের দিকে মৃতদেহটি সবার নজ'রে এলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
এ তথ্যের স'ত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মক'র্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘এ ঘটনায় নবজাত'কের মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।’
অভিযুক্ত দম্পতি হলো- নাটোর স'দর উপজেলার নেওগুড়িয়া এলাকার আব্দুল্লাহ রাজ্জাকের ছেলে রাজিব এবং লাল'পুর উপজেলার আব্দুলপুরের বড়বাড়ী এলাকার আবু সুফিয়ানের মেয়ে সুইটি।
ওসি জাহাঙ্গীর আলম জা'নান, গত পরশু (৯ ডিসেম্বর) সাধারণ রোগ নিয়ে হাসপা'তালে ভর্তি হন সুইটি। বৃহস্পতিবার রাতের কোনো এক সম'য় সুইটি হাসপাতালের মহিলা ওয়ার্ডের বাথরুমে বা'চ্চা প্রসব করেন। পরে তিনি সদ্য জন্ম নেয়া নবজা'তকের মৃতদেহটি জানালা দিয়ে ফেলে দিলে দেহটি জা'নালার কার্নিশে আটকে যায়।
সকালে বিষয়টি হাসপা'তাল কর্তৃপক্ষের নজরে এলে পুলিশকে খব'র দেয়া হয়। তবে প্রসবের সময় নবজাত'কটি জীবিত ছিল কি না তা এখনও জানা যায়নি। রাতে সু'ইটির স্বামী রাজিবও হাসপাতা'লে ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাবা'সাদে বাচ্চাটি নিজেদের বলে স্বীকার করে'ছেন ওই দম্পত্তি।