জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান- প্রতিপাদ্য সামনে রেখে তালা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও বঙ্গবন্ধুকে অসম্মানের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। সমাবেশ উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মজিদ মোল্ল্যা, সমাজ সেবা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল, সমবয় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।