কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায়, বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সারমিনা সাত্তার, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান ,উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবিরুল ইসলাম, উছমানপুর ইউপি চেয়ারম্যান নিজাম কারী ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আলম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাঙালির চুরান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে বাঙালি জাতিকে মেধা শুন্য করতে, এবং মেধার মননে মাথা তুলে দাঁড়াতে না পারে, এই পরিকল্পনা নিয়ে তারা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার তীব্র নিন্দা ও অবিলম্বে জড়িতদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান এবং সকল বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারি শিক্ষক, সাংবাদিকবৃন্দ প্রমুখ।