অদ্য (১৪ ডিসেম্বর) সোমবার বিকাল ০৩:৩০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন ২নং মোমিনপুর ইউনিয়ন, বিট নং ০৬ বিট পুলিশিং সভায় অংশগ্রহণ এবং বিট পুলিশিং কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় পুলিশ সুপার কর্মহীন, অসহায়, গরীব ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, ' জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রতিটা ওয়ার্ডে বিট পুলিশিং এর মাধ্যমে মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিতে চাই। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ-জনতা সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিট পুলিশিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশ সুপার মহোদয় সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের মাধ্যমে সর্বস্তরের মানুষের সহযোগিতা করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব কনক কুমার দাস, জনাব আবু জিহাদ ফখরুল আলম খান, অফিসার ইনচার্জ চুয়াডাঙ্গা থানাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন।