শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে বগুড়ার নন্দীগ্রামে। ঘটনার পর থেকেই শ্বশুর বাচ্চু মিয়া (৪৫) পলাতক আছেন। বুধবার (১৬ ডিসেম্বর) এ ঘটনায় সকালে গৃহবধূ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাদলাশন গ্রামে।
আরো পড়ুনঃ ফাঁকা বাড়িতে নিজের ছেলের বউকে ধর্ষণ করল শ্বশুর
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গৃহবধূর স্বামী কাজ করতে যায়। এই সুযোগে শ্বশুর বাচ্চু মিয়া পুত্রবধূকে ধর্ষণ করেন। ওই দিনই গৃহবধূ তার স্বামী ও বাবাকে ঘটনা খুলে বলেন।
পরে গৃহবধূ বাবার বাড়িতে চলে যান। ঘটনাটি জানাজানি হলে শ্বশুর বাচ্চু মিয়া বাড়ি ছেড়ে পালান।
আরো পড়ুনঃ নিজের ভাইয়ের লাগাতার ধর্ষণে দুইবার অন্তঃসত্ত্বা বোন
গৃহবধূর বাবা বলেছেন, মেয়ের শ্বশুর বাড়ির কিছু প্রভাবশালী লোকজন বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমার মেয়ের ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ করেছি। থানার দায়িত্বরত ডিউটি অফিসার এসআই সুবোধ চন্দ্র বলেছেন, গৃহবধূ বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করেছেন।