ঢাকা, মঙ্গলবার, ১২ মাঘ ১৪২৭, ২৬ জানুয়ারী, ২০২১

Facebook Twitter Youtube

Logo

সন্তান পেতে বটগাছের নিচে আঁচল পাতছেন তারা!

বর্তমান যুগে আধুনিকতার ছোঁয়ায় সবকিছু উদ্ভাসিত হলেও কিছু কিছু জায়গাতে কুসংস্কারের ছোঁয়া যেন লেগেই আছে। বিশেষ করে গ্রাম বাংলায় এখনো কুসংস্কার ও অন্ধবিশ্বাসের ব্যাপক প্রচলন রয়েছে। তেমনি এক অন্ধবিশ্বাস হলো আঁচল বিছিয়ে সন্তান লাভের আশায় ভিখ! অর্থাৎ ভিক্ষা।  ভক্তরা বিশ্বাস করেন নিঃসন্তান বন্ধ্যা মহিলারা আশ্রমের অক্ষয়

ডেস্ক: একটিভ নিউজ
প্রকাশিত: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ১২:৩৭
ন্তান পেতে বটগাছের নিচে আঁচল
ন্তান পেতে বটগাছের নিচে আঁচল

বর্তমান যুগে আধুনিকতার ছোঁয়ায় সবকিছু উদ্ভাসিত হলেও কিছু কিছু জায়গাতে কুসংস্কারের ছোঁয়া যেন লেগেই আছে। বিশেষ করে গ্রাম বাংলায় এখনো কুসংস্কার ও অন্ধবিশ্বাসের ব্যাপক প্রচলন রয়েছে। তেমনি এক অন্ধবিশ্বাস হলো আঁচল বিছিয়ে সন্তান লাভের আশায় ভিখ! অর্থাৎ ভিক্ষা। 

ভক্তরা বিশ্বাস করেন নিঃসন্তান বন্ধ্যা মহিলারা আশ্রমের অক্ষয় তলা নামক স্থানে বটগাছের নিচে সদ্যস্নান শেষে ভেজা কাপড়ে বসে আঁচল বিছিয়ে সন্তান লাভের জন্য ভিখ মাগবেন। এসময় আঁচলের ওপর যদি গাছের ফল বা পাতা পড়ে তাহলে নিঃসন্তান নারী সন্তান লাভ করবে। 

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের গোঁসাইজীর আশ্রমে এমন দৃশ্যই চোখে পড়েছে।

আরো পড়ুনঃ দলবদ্ধ ধর্ষণের শিকার হলো পোশাক শ্রমিক!

সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই বটগাছের নিচে চারজন নারী ভক্তি ভরে চাদর বিছিয়ে গাছ থেকে পাতা পড়ার অপেক্ষায় রয়েছেন।

আর তাদের কর্মকাণ্ড পেছনে ও পাশ থেকে দেখছেন অনেক নারী-পুরুষ। আশ্রমের এক নারী বৈষ্ণব তাদের দেখভাল করছেন।

প্রতিবছর বাৎসরিক অনুষ্ঠানে দুদিনব্যাপী এমন দৃশ্য দেখা যায়। এই দুদিন ভক্তদেরকে কলাপাতায় করে প্রসাদস্বরূপ খিচুড়ি খাওয়ায় আশ্রম কর্তৃপক্ষ। আর আগতরা ভক্তি ভরে আশ্রমের দান বাক্সে তাদের মানতের টাকা দিয়ে যায়।

আরো পড়ুনঃ অনলাইনে পরিচয়-বিয়ে, ভিডিও কলে শরীরিক সম্পর্কের পর তালাক

এ বিষয়ে নাটোর সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান জানান, এভাবে সন্তান অসম্ভব। এমন প্রার্থনা হচ্ছে কুসংস্কার।

আর সেটাই গ্রামের কিছু মানুষের অন্ধবিশ্বাস। বৈজ্ঞানিক বা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এর কোনও ভিত্তি নেই।

অন্যদিকে সচেতন মহল বলেছেন, নারী-পুরুষের দৈহিক সম্পর্ক ছাড়া কারও ফু, মন্ত্র, গাছের পাতা, ফল এগুলোর দ্বারা সন্তান উৎপাদন হয় না। আবার শারীরিক নানা কারণে অনেক দম্পতির সন্তান নাও হতে পারে। এর কারণ হতে পারে স্বামী বা স্ত্রী যে কোনও একজন বা উভয়েরই শারীরিক অসুস্থতা, ক্রোমোজমের গঠনে কোনও সমস্যা, দুর্বলতা বা অন্য কোনও কিছু। এজন্য ফকির, সাধু, দরবেশদের পিছে না ঘুরে তাদের চিকিৎসকের কাছে যাওয়া উচিত।একটিভ নিউজ / এস কে
×
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বর্তমান যুগে আধুনিকতার ছোঁয়ায় সবকিছু উদ্ভাসিত হলেও কিছু কিছু জায়গাতে কুসংস্কারের ছোঁয়া যেন লেগেই আছে। বিশেষ করে গ্রাম বাংলায় এখনো কুসংস্কার ও অন্ধবিশ্বাসের ব্যাপক প্রচলন রয়েছে। তেমনি এক অন্ধবিশ্বাস হলো আঁচল বিছিয়ে সন্তান লাভের আশায় ভিখ! অর্থাৎ ভিক্ষা।  ভক্তরা বিশ্বাস করেন নিঃসন্তান বন্ধ্যা

Active News logo
    Active news app

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ আজিজুর রহমান
সহ-সম্পাদক: বি, এম বাবলুর রহমান
উপদেষ্টা: এ‍্যাডভোকেট আসাদুজ্জামান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
উপদেষ্টা: জাহাঙ্গীর আকন্দ
প‍্যারামাউন্ট হাইটস, পল্টন, ঢাকা-১০০০।
টেলিফোন: ০২-৪৮৯৫৭৯৬৭
মোবাইল: ০১৭১৬-৪৬৫৬১৬
ইমেইল: activenewsoffice@gmail.com