সাভারের আশুলিয়ায় শনিবার রাতে যৌতুকের পাঁচ লাখ টাকা না পেয়ে মারুফা আক্তার নামের এক গৃহবধূর পুরো শরীর ব্লেড দিয়ে কেটে হত্যা চেষ্টার অভিযোগ ঊঠেছে স্বামীর বিরুদ্ধে। আহত অবস্থায় উদ্ধার করে ওই গৃহবধূকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাভারের কান্দি ভাকুর্তার গোলাম মোস্তফার মেয়ে মারুফা আক্তার। ৬ মাস আগে আশুলিয়ার কুটুরিয়ার ধলপুর এলাকার আব্দুর রহমান আজাদের বখাটে ছেলে শেখ সাদী আজাদের সঙ্গে তার বিয়ে হয়।
বিয়ের পর থেকে মারুফার কাছে যৌতুকে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন সাদী আজাদ।
শনিবার তার শরীর ব্লেড দিয়ে কেটে হত্যার চেষ্টা করেন স্বামী। তার কারণ ওই গহবধূ বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে অস্বীকার করে ।
এ সময় ওই গৃহবধূ অজ্ঞান হয়ে পড়লে ঘরে তালা দিয়ে পালিয়ে যান স্বামী।
আরো পড়ুনঃ কাবিনের টাকার চাপে আত্মহত্যা, এ যেন আরেক মিন্নির গল্প
পরে আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে স্থানীয়রা উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসকরা জানিয়েছেন , ওই গৃহবধূর হাত-পা সহ বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে নির্মমভাবে কেটে দেয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।
আশুলিয়া থানার ওসি জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।