ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রোববার রাতে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের উপজেলার বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়,রোববার রাতে ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে নেত্রকোনা যাওয়ার পথে বেলতলী এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাস কাটিয়ে অটোরিক্সাটি সামনে যেতেই বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটো রিস্কার তিন জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)বোরহান উদ্দিন জানান ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার ও আহত ২ জন কে হাসপাতালে পাঠানো হয়েছে।এখনো নিহত-আহতদের পরিচয় জানা যায়নি।