কুলিয়ারচর প্রবাসী ফ্রেন্ডস ফোরাম” নামে সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইয়াছির মিয়া'কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে চেয়ারম্যানের নিজ বাস ভবনে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সৌদি প্রবাসী মোঃ মনিরুজ্জামান মেনুর উদ্যোগে উপজেলা চেয়ারম্যান ইয়াছির মিয়া'কে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উক্ত সংগঠনের সভাপতি আমেরিকা প্রবাসী মোঃ কামাল উদ্দিন, সহ-সভাপতি সৌদি প্রবাসী আবুল কালাম আজাদ ও হাবিবুর রহমান দুলাল উপস্থিত ছিলেন। এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা ও কুলিয়ারচর ডিগ্রি কলেজের সাবেক ভিপি ইকবাল হোসেন, উপদেষ্ঠা ও কুলিয়ারচর ডিগ্রি কলেজের সাবেক জিএস এমরানুর রহমান এমরান, সালুয়া ইউপি সদস্য হুমায়ুন কবির, সালাহ উদ্দিন, মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
জানা যায়, করোনা পরিস্থিতিতে সমাজের উন্নয়নে মানবিক সেবার উদ্দেশ্যেই এ সংগঠনটির আত্মপ্রকাশ হয়েছে । সংগঠনটির আত্মপ্রকাশের পর থেকেই লকডাউনে থাকা কর্মহীন মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ, প্রবাসে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান, অসহায় দরিদ্র মহিলার চিকিৎসার খরচ দেয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সেবামুলক কাজে অংশগ্রহণ করে ইতোমধ্যেই কুলিয়ারচর উপজেলায় ব্যাপক সুনাম অর্জন করেছে প্রবাসীদের নিয়ে গঠিত এ সংগঠনটি।
সংগঠনের সভাপতি (করোনা যোদ্ধা) মোঃ কামাল উদ্দিন আমেরিকা থেকে দেশে ফিরে অন্যান্য সদস্যদের নিয়ে সংগঠনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ইয়াছির মিয়া'কে ফুলেল শুভেচ্ছা জানান।