সংবাদ প্রকাশের দায়ে রাজশাহীর তানোর উপজেলায় সাংবাদিক মিজানুর রহমানকে দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে পিটিয়ে আহত করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সাংবাদিক মিজানুর রহমান দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি। তিনি তানোর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সোমবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন: শেরপুরে একসাথে ৩ সন্তান জন্ম দিলেন মা
সূত্র জানায়, সোমবার রাতে মিজানুর রহমানকে তানোর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রতাপ সরকার ফোন করে দলীয় কার্যালয়ে ডাকেন। তিনি সেখানে যাওয়ামাত্র প্রতাপসহ ৮-১০ জন আওয়ামী লীগ নেতা-কর্মী তাকে মারধর শুরু করেন। এরপর সাংবাদিক মিজান কোনরকমে সেখান থেকে পালিয়ে থানায় যান।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান বলেন, গত বিজয় দিবসে তানোর আবদুল করিম সরকার ডিগ্রি কলেজে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ বাজানো হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতি দেয়া হয়। এই সংবাদ প্রকাশের জের ধরে আমার উপর হামলা করা হয়েছে।
আরো পড়ুন: মসজিদের ইমামকে কুপিয়ে টাকা ছিনতাই
এদিকে হামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা প্রতাপ সরকারের কাছ থেকে ঘটনার বিবরণ জানতে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে তানোরের সিনিয়র সাংবাদিক সাঈদ সাজু বলেন, সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।