ময়মনসিংহের ত্রিশালে জন মানবকল্যাণ সংঘের উদ্যোগে ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহের ত্রিশাল পৌর সভার ৭ নং ওয়ার্ডে রবিবার রাতে ত্রিশাল দল বনাম ভালুকা দলের অংশ গ্রহনে উৎসব মূখর পরিবেশে ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় ভালুকা দলকে হারিয়ে ত্রিশাল দল বিজয়ী হয়। ত্রিশাল দলে অংশ গ্রহণ করেন সাংবাদিক আরিফুর রহমান রাব্বানী, জসিম উদ্দিন এবং ভালুকা দলে এস.এম জামাল উদ্দিন শামীম,রবিউল ইসলাম হৃদয় অংশ গ্রহণ কারেন। মানব কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার সাদত জাহাঙ্গীর,জন মানব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ৭নং ওয়ার্ড আওয়ামী-যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন,সমাজ সেবক আব্দুল্লাহ আল নোমান ফকির,সাগর খাঁন,সাংবাদিক আশরাফ সিদ্দিক পলাশ,আব্দুল কাদের প্রমুখ।