ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে মোছা.মাহিসা আক্তার(৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও রোড শুক নদীতে এ ঘটনাটি ঘটে।
আরো পড়ন:অনিয়ম ও দুর্নীতিতে তলাচ্ছে রেল খাত
নিহত মাহিসা আক্তার গোবিন্দ নগর মুন্সির হাট পৌরসভার ১০ নং ওয়ার্ডের মো.দেলোয়ার হোসেন দেলুর মেয়ে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরো পড়ন:দেশে লকডাউন ব্যাপারে যে সিদ্ধান্ত জানালেন স্বাস্থ্যমন্ত্রী
এ ঘটনায় মোহম্মদ হাসিব (৮) নামের এক শিশু আহত হয়েছে। সে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজে রেফার্ড করে।
আহত শিশুটি একই এলাকার বাসিন্দা উপমা পল্লী উন্নয়ন সংস্থা ফারজানা আক্তার পাখি ও মৃত জাহাঙ্গীর বাবুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়- দুপুরে তারা ঠাকুরগাঁও রোডের শুক নদীর পাড়ে খেলতে যায়।
আরো পড়ন:রাজধানীতে ৬০ কোটি টাকার কোকেন আটক
এমন সময় গোসল করতে নেমে দুজনে ডুবে যায়। পরে স্থানীয়দের নজরে পড়লে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অপর আহত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।