স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। গৃহবধূর নাম পিঞ্জিরা বেগম। সে উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের আব্দুল্লাহ মোল্যার স্ত্রী।
ফরিদপুরের বোয়ালমারীতে গত বৃহস্পতিবার ((২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে আত্মহত্যা করে ওই গৃহবধূ।
স্বনীয় সূত্রে জানা যায়, স্বামী আব্দুল্লাহ মোল্যা রাতে চা খাওয়ার কথা বলে বাইরে যেতে চাইলে স্ত্রী পিঞ্জিরা বেগম আপত্তি করেন। কিন্তু কথা না শুনে বাড়ির বাইরে চলে গেলে স্বামীর উপর অভিমান করে পিঞ্জিরা বেগম বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
আরো পড়ুন: ডোনাল্ড ট্রাম্প ক্ষমা করে দিলেন তার বিয়াইকে!
এ ঘটনার খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে।
এদিকে মৃতদেহ ময়না তদন্ত করতে শুক্রবার (২৫ ডিসেম্বর) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ।
আরো পড়ুন: আনসার বাহিনীর সহকারী পরিচালকের ফাঁসিতে ঝুলে আত্মহত্যা
ঘটনার সত্যতা স্বীকার করে বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক পলাশ কুমার দাস বলেন, দুই সন্তানের জননী পিঞ্জিরা বেগমের মৃতদেহ রাতেই উদ্ধার করি।
এ ঘটনায় মৃতের চাচাতো ভাই ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের শফিকুল ইসলাম বাদি হয়ে শুক্রবার দুপুরে বোয়ালমারী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন বলেও জানান তিনি।