সম্প্রতি অনুষ্ঠিত হওয়া শারদীয় দুর্গা পূজায় মণ্ডপের নিরাপত্তার জন্য আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালনে নাম অন্তর্ভূক্ত করতে আব্দুল মান্নানের থেকে ৬শ' টাকা ঘুষ নেন আনসার ভিপিপি লিডার আব্দুর রাজ্জাক।
এরপর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আনসার ভিডিপি অফিসে এসে রোববার (২৭ ডিসেম্বর) আব্দুল মান্নান নিজ স্বাক্ষরে দুর্গাপুজার ডিউটি বিল বাবদ ২ হাজার ৩শ' ৫৫ টাকা উত্তোলন করেন। পরে অফিসের অদূরে আসতেই উপজেলার বড়হিত ইউনিয়নের ভাতাভোগী আনসার ভিডিপি লিডার আব্দুর রাজ্জাক (৫৫) অফিসের বড় সাহেব ও অন্যান্য খরচের কথা বলে আব্দুল মান্নানের কাছ থেকে উত্তোলনকৃত টাকা নিয়ে তাকে মাত্র ৫শ' টাকা দিয়ে বিদায় করে দেয়।
আরো পড়ুন: প্রেমিকার সাথে সীমান্ত পার হওয়া নিয়ে ঝগড়া, প্রেমিকের আত্মহত্যা
এসময়, বিষয়টি কাউকে না জানাতে মান্নানকে হুমকি দেয় আব্দুর রাজ্জাক।
এদিকে এ ঘটনাটি জানাজানি হলে তাকে আগামী পৌরসভা নির্বাচনে ডিউটির তালিকা থেকে বাদ দিতে পারে এমন আশঙ্কায় তাৎক্ষনিক বিষয়টি কাউকে জানাননি ভুক্তভোগী।
এরপর গত সোমবার (২৮ ডিসেম্বর) আব্দুল মান্নান পিসি কমান্ডার গোলাম হোসেনকে সাথে নিয়ে পুরো ঘটনাটি সাংবাদিকদের জানান।
আরো পড়ুন: বরের বাড়িতে প্রেমিকার নগ্ন ছবি প্রদর্শন, প্রেমিক কারাগারে
অন্যদিকে ইউনিয়ন আনসার ভিডিপি লিডার আব্দুর রাজ্জাক ঘুষ নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
তিনি বলেন, ‘মান্নানের সাথে আমার পারিবারিক লেনদেন ছিল সেই পাওনা টাকাই আমি নিয়েছি।’
ঘটনার বিষয়ে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সুশান্ত মোদক বলেন, যদি আমার নাম ভাঙিয়ে কেউ টাকা নিয়ে থাকে তা খতিয়ে দেখা হবে।
এরপর মান্নানের কাছ থেকে রাজ্জাক যে টাকা নিয়েছে সেটা পাওনা টাকা বলেও জানান উপজেলা ভিডিপি কর্মকর্তা।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, ৬শ টাকা ঘুষ দিয়ে ৫শ টাকা ভাতা পাওয়ার ঘটনা অনভিপ্রেত। বিষয়টি খোঁজ নিচ্ছেন বলেও জানান তিনি।