পাবনা চাটমোহরে এক স্বর্নের কারিগরকে শ্বাসরোধে হত্যা করে দোকান লুট করেছে দূর্বৃত্তরা। গত ৩০ ডিসেম্বর (বুধবার) দিবাগত রাতে তাকে হত্যা করা হয়। আজ ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা দীর্ঘ হলেও সকালে দোকান না খোলার পর এলাকাবাসী দোকানের কাছে গিয়ে দেখে দোকানে দরজা ও সাটার খোলা। পরে পুৃলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে।
নিহত চাটমোহর উপজেলা ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা পশ্চিম পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মহরম হোসেন(২৭)।
স্থানীয়রা জানান, মহরম হোসেন ছাইকোলা চৌরাস্তা মোড়ে আমজাদ হোসেনের স্বর্নের দোকানে কারিগর হিসাবে কাজ করতেন এবং প্রতি রাতে দোকানেই ঘুমাতেন। দূর্বৃত্তরা তাকে হত্যা করে দোকান লুট করে।
পরে সকালে স্থানীয়রা পুৃলিশকে খবর দিলে মরদেহ পুৃলিশ উদ্ধার করে।
চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজিব শাহরীন জানান, খবর পেয়ে মরদেহ পুৃলিশ উদ্ধার করে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও গলায় মাপলার পেঁচানো ছিল। এতে প্রাথমিক ধারণা, দূর্বৃত্তরা মহরমকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে। দোকানে কোন সোনা-রিপার গহনাসহ মালামাল পাওয়া যায়নি। তিনি আরো জানান, মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।