করোনা সংক্রামনের কারনে বগুড়ার শিবগঞ্জে বই বিতরণ উৎসব না হলেও সীমিত আকারে সামাজিক দুরুত্ব মেনে বছরের শুরুতে প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে সারাদেশের ন্যায় শিবগঞ্জে নতুন পাঠ্য বই পেলো শিক্ষার্থীরা।
শুক্রবার (০১ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা সদরের সুনামধন্য বিদ্যাপিঠ বানাইল মডেল সরকারী প্রাখমিক বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে,বিনামূল্যে উৎসব মূখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরন করা হয়।
র্দীঘ দিন পর বিদ্যালয়ে এসে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উৎসাসিত হয়েছে। পাশাপাশি অভিভাবকরাও বেশ খুশি হন। তবে করোনা ভাইরাসের কারনে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিত ছিলো কম ছিলো।
আরো পড়ন:জানুয়ারিতে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা
এ সময় বানাইল মডেল সরকারী প্রাখমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক এমদাদুল হক এর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিও এনায়েতুর রশিদ, রেজাউল করিম, এমদাদ হোসেন, কৃষ্ণা তরফদার, সদস্য জাকিরুল ইসলাম, বিজয় গোপাল নন্দী, জাকিয়া খাতুন, প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী শিক্ষক শাহনাজ খাতুন, মোকছেদা খাতুন, শুকলা রানী, মোছাদ্দেকুল বারি, আসমাউল হোসনা, শামছুন্নাহার, মুঞ্জুয়ারা ইয়াছমিন, সেলিনা আকতার।
পাঠ্য বই বিতরন অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক এমদাদুল হক বলেন, বছরের প্রথম দিন থেকে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতেই ১ জানুয়ারি পাঠ্যবই বিতরনের মাধ্যমে দেশজুড়ে বই বিতরণ করা হচ্ছে।
আরো পড়ন:এবার করোনার থাবা নতুন বইতেও!
প্রধানমন্ত্রী অনলাইনের মাধ্যমে বই উৎসব উদ্বোধন করলেন, আমরা তারি ধারাবাহিকতায় শিক্ষার্থীদের হাতে বই বিতরন করছি। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে পারলে জাতি উপকৃত হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সকল শিক্ষার্থীদের বছরের প্রথমদিন বই দিতে পারলে ভালো হতো। পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীদের নতুন বই দেয়া হবে।