নওগাঁর ধামইরহাটে ৩ কোটি টাকা ব্যয়ে ৩ টি বিদ্যালয় ও ১টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে।
৪ জানুয়ারি সকাল ১০টায় উপজেলার ৬২ লাক ৬৬ হাজার ৪শ ৫৭ টাকা ব্যয়ে উপজেলার কর্ণাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ১ কোটি ১২ লাক ৯০ হাজার টাকা ব্যয়ে জাহানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন,৬৭ লাক ২৮ হাজার ৩শ ২ টাকা ব্যয়ে রুপনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এবং ৫০ লাক ৬১ হাজার ৩৬০ টাকা ব্যয়ে আলতাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিস্তি প্রস্তর স্থাপন করেন।
আরো পড়ন:পুতুল খেলার কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেফতার
এলজিইডি ধামইরহাট নওগাঁর বাস্তবায়নে এসব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মো.শহীদুজ্জামান সরকার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়,উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সাবেক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার সাফিউজ্জামান, ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী কমল প্রমুখ।