নারায়ণগঞ্জে স্কুলছাত্রী নিখোজ হওয়ার ঘটনায় পুলিশ হেফাজতে (রিমান্ডে) থাকাকালে তদন্ত কর্মকর্তা আসামিদের মারধর, ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে স্বীকারোক্তি দিতে বাধ্য করার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নারায়ণগঞ্জে ‘ধর্ষণ ও হত্যার’ শিকার পঞ্চম শ্রেণির এক ছাত্রীর জীবিত ফিরে আসার ঘটনার সার্বিক বিষয়ে বিচারিক অনুসন্ধানের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
আরো পড়ুন: টানা ১১ বছর প্রেমের পর নিজের বোনকে বিয়ে
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওই প্রতিবেদন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে উপস্থাপন করা হয়। আদালত পরবর্তী আদেশের জন্য ১৩ জানুয়ারি দিন রেখেছেন।এর আগে ৪ জানুয়ারি বিচারিক অনুসন্ধানের প্রতিবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়েছিল।
ডেস্ক: / একটিভ নিউজ:
আপনার মতামত লিখুন :