জামালপুরের ইসলামপুর গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রুবেল মিয়া নামের দশম শ্রেনীর স্কুল ছাত্র নিহত ও পাঁচ জন আহত হয়েছে।
এ ঘটনায় দুই জনকে আটক করেছেন ইসলামপুর থানা পুলিশ। উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পয়াস্তী গ্রামে এ ঘটনা ঘটে।
আরো পড়ন:পিরোজপুরে শ্যালিকাকে ধর্ষণ করে দুলাভাই গ্রেফতার
জানাগেছে,গাছ কাটাকে কেন্দ্র করে সোমবার সন্ধায় আমিন মোল্লা গংদের সাথে মন্ডল মোল্লা গংদের সংঘর্ষ বাধেঁ।
এক পর্যায়ে আমিন মোল্লা পুত্র রুবেল মিয়া সহ পাঁচজন গুরুত্বর আহত হয়। রুবেল মিয়ার অবস্থান অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরো পড়ন:গুচ্ছ পদ্ধতিতে ভর্তির সিদ্ধান্ত সময়ের দাবি
ইসলামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার মো: সুমন মিয়া জানান-গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেস্টা চলছে।