বাগেরহাটে নবাগত জেলা প্রশাসক আ. ন. ম. ফয়জুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাগেরহাট সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় অভিভবক ফোরামের নেতৃবৃন্দরা।
আরো পড়ন:১২ বছর বয়সী ফুল বিক্রেতা কিশোরীকে ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণ!
মঙ্গলবার (৫ জুনুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অভিভবক ফোরামের আহবায়ক আহাদ উদ্দিন হায়দারের সাথে ফোরামের যুগ্ম আহবায়ক আসমাতুল ফাতিমা ময়না,সদস্য সচিব কল্লোল সরকার,সদস্য এস এম রাজ,সৈয়দ শওকত হোসেন,মো. নবির উদ্দিন,মো: আব্দুর রব,নাজমা আক্তার ,সাদিয়া আক্তার, ললী খানসহ নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে তাকে ফুল দিয়ে বরন করেন।