বাগেরহাটের শরণখোলার চিহ্নিত মাদককারবারি খোকন তালুকদারকে (৪৩) ৫৩২ পিচ ইয়াবাসহ মাদক গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরো পড়ন:নিতম্ব বড় করতে অস্ত্রোপচার, মারা গেলেন অভিনেত্রী
মাদককারবারি খোকন ওই গ্রামের মৃত ইসমাইল তালুকদারের ছেলে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোকন তালুকদারকে তার বাড়িতে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তিতে বসতঘরের কক্ষ থেকে ৫৩২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আরো পড়ন:ইমুতে কামনার ঢেউ তোলেন তাহমিনা
এব্যপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মাদককারবারি খোকন তালুকদারের বিরুদ্ধে শরণখোলা থানায় একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।