নওগাঁর ধামইরহাটে চারটি প্রকল্পের প্রদর্শনীভূক্ত ১শ ৪ জন কৃষকের মাঝে ফসলের আন্তঃপরিচর্যা বাবদ ১ লাক ৬ হাজার ৩শ ৬০ টাকা প্রদান করা হয়।
৬ জানুয়ারি বুধবার সকাল ১১টা সময় ধামইরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অর্থ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো.শহীদুজ্জামান সরকার এমপি।
আরো পড়ন:নারায়ণগঞ্জে সকলের সামনে বিবস্ত্র করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান মো.আজাহার আলী মন্ডল,উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.স্বপন কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান আসাদ,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম,সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন,কৃষক খলিলুর রহমান,সুকুমার মাহাতো,আব্দুল বারী প্রমুখ।