চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল আলম মানিক আজ (৭,জানুয়ারি) আনুমানিক সকাল ৭:২০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। প্রয়াত মানিক জীবননগর পৌরসভার (৭নং ওয়ার্ড) পোষ্ট অফিস পাড়ার মৃত রবজেল হোসেনের একমাত্র পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে মানিক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। তার এই অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
এখানে উল্লেখ্য যে, প্রয়াত মানিক জীবননগর পাইলট হাইস্কুলে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিল। পাশাপাশি সে পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে সুনামের সাথে দায়ীত্ব পালন করে আসছিল। জীবননগরের সর্বস্তরের মানুষ তার এই অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত।
ডেস্ক / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :