চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি চারজন মাদকব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা পুলিশ সুপার জনাব মোঃজাহিদুল ইসলাম এর দিকনির্দশনায়,
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুব রহমান কাজল এর নেতৃত্বে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এস আই সাইফুল ইসলাম, এএসআই মহিউদ্দিন,এ এস আই আনোয়ারুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানাধীন পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় চারজন কে আটক করে পুলিশ, দর্শনা থানাধীন প্রতাপপুর গ্রাম হতে,০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার সহ আসামি১/ মোঃবুদো (৪৩), পিতাঃ মোঃ আবুল কালাম, সং- চন্ডিপুর, আসামি ২/মোঃ খোদাবক্স (২৭), পিতাঃ মোঃ হায়দার আলী সাং-প্রতাপপুর আসামি ৩/মোঃআবু মুসা পিতা-মৃত মোসলেম সং- কৃষ্ণপুর বোয়ালমারী,সর্ব থানাঃ দর্শনা, জেলাঃচুয়াডাঙ্গা কে গ্রেফতার করা হয়
আটককৃত আসামির থেকে ১০ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য
আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব রহমান কাজল।