বাঘায় ২০০ ফেন্সিডিল বোতলসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বাঘা থানা পুলিশ।
আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার(৮ই জানুয়ারি) আদালতে পাঠিয়েছে পুলিশ।
আরো পড়ন:গ্রুপ স্টাডির কথা বলে 'ধর্ষণ-হত্যা', ফারদিনের বিরুদ্ধে মামলা
বাঘা থানার এসআই আবু তাহের জানান শুক্রবার (৮ই জানুয়ারি) সকাল ১০:৩০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা পলাশী ফতেহপুর চর এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিল ও একটি জিংফু মোটরসাইকেলসহ ১ জন মাদক ব্যাবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যাবসায়ীর নাম, সবার আলী(৩০),পিতা মোঃ মজীর উদ্দিন।উক্ত মাদক ব্যাবসায়ীর বাড়ী বিলমারিয়া,লালপুর,নাটোর।
আরো পড়ন:আপনার মেয়ে মারা গেছে, নির্যাতিতার মাকে ধর্ষকের ফোন
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, বাঘা থানার এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি মেনে বাঘা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।