বাগেরহাটের শরণখোলা থেকেফারুক সেপাই (৫১) নামের এক ব্যক্তিকে বিদেশি পিস্তলসহ আটককরেছে র্যাব-৬।
বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার আমড়াগাছিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
আরো পড়ন:আপনার মেয়ে মারা গেছে, নির্যাতিতার মাকে ধর্ষকের ফোন
আটক ফারুক সেপাই ধানসাগর ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মৃত এনায়েত সেপাইর ছেলে।
শুক্রবার বিকেল পাঁচটার দিকে (৮জানুয়ারি) তাকে শরণখোলায় থানায় হস্তান্তর করেছে র্যাব।
খুলনা ব্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর আনিসুজ্জামান জানান, অস্ত্র বিক্রির গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল ওই রাতে শরণখোলার আমড়াগাছিয়া বাজারে অবস্থান নেয়।
আরো পড়ন:স্বামীর করোনা স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় সুস্থ হয়ে বউ তালাক!
এসময় ফারুককে দেখে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি মোবাইল ফোন, দুই সিমকার্ড ও ১১ শ’টাকা পাওয়া যায়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, অস্ত্রসহ ফারুককে থানায় হস্তান্তর করেছে ব্যাব।
আরো পড়ন:আবাসিক হোটেলে জুয়া খেলতে গিয়ে ৯ পুলিশ সদস্য আটক
তার বিরুদ্ধে র্যাব-৬ এর পরিদর্শক কাজী রাজিউজ্জামান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।