চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর সঠিক দিকনির্দেশনায় ও জীবননগর থানার অফিসার ইন চার্জ মোঃসাইফুল ইমলাম এর নেতৃত্বে এসআই আনিসুর রহমান,এএসআই হাবিব,এএসআই ইমামুল,এএসআই সোহেল,ও সঙ্গীয় ফোর্সসহ (০৯ জানুয়ারী) শনিবার রাত পৌনে নয় ঘটিকার সময় জীবননগর থানাধীন মেদনীপুর এলাকা হইতে একাধিক মাদক মামলার আসামী ১/মোঃ লতিফ গাজী,পিতা মৃত্য নিজামুদ্দীন গাজী সাং মেদিনীপুর স্কুলপাড়া থানা জীবননগর জেলা চুয়াডাঙ্গাকে ২৪ (চব্বিশ) বোতল ফেনসিডিল সহ গ্রেপতার করেন। এ ব্যাপারে জীবননগর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান অফিসার ইন চার্জ মোঃসাইফুল ইসলাম। তিনি আরো বলেন"জীবননগর উপজেলা মাদকমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।