ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আদালতের দুই জন কর্মচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন রুহুল আমিন ও আব্দুস সোবহান।
সোমবার (১১ই জানুয়ারি) সকালে জেলার পীরগঞ্জ উপজেলা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, জজকোর্টের দুই কর্মচারী মোটরসাইকেলে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস নামে একটি ট্রেন তাদের চাপা দেয়, ঘটনাস্থলেই মৃত্যু হয়।
আরো পড়ুন: কুড়িগ্রামে দুই মাথা-চার চোখের বাছুরের জন্ম
খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতদের বাড়ি সদরের কাজিপাড়া ও দেওগাঁ গ্রামে।
এ ব্যাপারে পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার মোক্তারুল ইসলাম বলেন, পীরগঞ্জ রেলস্টেশনের কিছু দূর আগে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেসে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। দিনাজপুর রেলওয়ে পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে।