ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
১২ জানুয়ারী মঙ্গলবার সদর উপজেলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে “ক্রিসমাস বাউন্স বেক প্রোগ্রামের”আওতায় বিতরণ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, সদর উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম সারোয়ার, অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মাসুদ রাজা প্রমুখ।
আরো পড়ুন: বিধবা নারীকে গণধর্ষণের পর গোপনাঙ্গে গ্লাস ঢুকিয়ে নির্যাতন
এ সময় ৯৭৪ জন শিশুর মাঝে একটি করে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অতিথিরা।বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মকর্তা, সুবিধাভোগী শিশু, শিশুর অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।