গোপালগঞ্জে মেয়ের জামাই বাড়ি থেকে আর স্বামীর বাড়ি যাওয়া হলো না জরিনা বেগমের। বাড়ি যাবার আগে জরিনার প্রাণ কেড়ে নিলো ঘাতক পিকআপ।
গত বুধবার (১৩ই জানুয়ারী) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছন।
আরো পড়ুন: গাড়ি থেকে নামলেন স্বামী, গাড়িসমেত বউ নিয়ে পালালো চোর
গোপালগঞ্জ সদর উপজেলার জগারচর গ্রামের ইনু খাঁর স্ত্রী জরিনা বেগম (৫৫)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুল ইসলাম জানান, হরিদাসপুর গ্রামে মেয়ে জামাতা আলম শেখের বাড়ি বেড়ানো শেষে জরিনা বেগম জগারচর গ্রামে তার স্বামীর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।
এসময় নিমতলা এলাকায় মহাসড়ক পার হতে গেলে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পিকআপ জরিনা বেগমকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাঁদে পড়ে যায়।
আরো পড়ুন: আলুর তরকারি না খাওয়ায় স্বামীকে বেধড়ক পেটাল স্ত্রী
এতে ঘটনাস্থলেই ওই জরিনা বেগম নিহত এবং পিকআপের চালক ও হেলপার মারাত্মক আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনালের হাসপাতালে নিয়ে আসে।
পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।