তালা উপজেলায় সদ্য যোগদানকারী নির্বাহী অফিসার তারিফ-উল-হাসানের সাথে সৌজন্য সাক্ষাত করেছে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বার্হী অফিসারের অফিস কক্ষে ফুলের শুভেচ্ছা বিনময়ের পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক জলিল আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তালা প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক মো. তারিফ-উল-হাসান।
উপস্থিত ছিলেন, সি: সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক এম,এ মান্নান, কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর,সাংগঠনিক সম্পাদক মো:বাবলুর রহমান,দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ন-দপ্তর হাসান আলী,সিনিয়র সদস্য এসএম লিয়াকত হোসেন, এস,এম আকরামুল ইসলাম, এ্যাড: কবির আহমেদ,বিএম বাবলুর রহমান,কার্যকরী সদস্য আব্দুল মজিদ মো:বাহারুল ইসলাম, মো: সোহাগ হোসেন মোড়ল, এস,এম জহর হাসান সাগর ,মো:বাহারুল মোড়ল, সাধারণ সদস্য রুহুল আমিন,মো: লিটন হুসাইন, হাফিজুর রহমান,কাজী ইমদাদুল বারী জীবন,মো: আফজাল হোসেন জোয়াদ্দার, খান আল-মাহবুব হুসাইন,শেখ ফয়সাল হোসেন,মো: জিয়াউর রহমান।
নবাগত ইউএনও বলেন উপজেলার সকল দলের রাজনীতিবিদ,সমাজকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ সর্বোপরি উপজেলা সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা পেলে তালা উপজেলায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো ও তালা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।