চাঁদপুর জেলার কচুয়ায় প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের সাথে তার সহকর্মী এক শিক্ষিকার অন্তরঙ্গ ও আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। সম্প্রতি কচুয়া শিক্ষক সমিতির মার্কেটের স্টুডিও মিনতির পরিচালক সুমন রায়ের ফেসবুক আডি থেকে স্ট্যাটাস দেয়ার সঙ্গে সঙ্গে ছবিটি ভাইরাল হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায় যে, কচুয়া উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর ও তালতলী সপ্রাবির এক সহকারী শিক্ষিকার অন্তরঙ্গ ও আপত্তিকর একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় নানা গুঞ্জনসহ আলোচনার ঝড় উঠে।
আরো পড়ুন: ২০ বোতল পানি পান করলেন কোমায় থাকা মৃতপ্রায় রোগী!
স্থানীয়া জানান, এক সন্তানের জননী ওই শিক্ষিকা বর্তমানে আলীগঞ্জ পিটিআইতে প্রশিক্ষণে রয়েছেন। শিক্ষক জাহাঙ্গীর বিভিন্ন সময় তাকে ফোন করে ডেকে নিয়ে বিভিন্ন কাজের দায়িত্ব দিলে তিনি তা করে দিতেন। এভাবেই তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠে।
ওই শিক্ষিকা বলেন, গত ৬ই মে শি’ক্ষক জাহাঙ্গীর আমাকে মু’ঠোফোনে হাজীগঞ্জের একটি বা’সায় যেতে বলে। পিটিআই’র ছুটি হ’ওয়ার পর আমি সেখানে যাই। ওই বাসায় গেলে ফেসবুকে ভা’ইরাল হওয়া ছবিটি তোলা হয়।
আরো পড়ুন: প্রেমিকাকে ধষর্ণের প্রতিশোধ নিতে অভিনব পথ বেছে নিল প্রেমিক
এদিকে এক সন্তানের জনক কচুয়া পৌরসভাধীন ধামালুয়া গ্রামেরঅধিবাসী মো. জাহাঙ্গীর আলম বলেন, তার সাথে আমার কর্মক্ষেত্রে সাধারণ পরিচয় ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। ভাইরাল হওয়া ছবি সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
সুত্র: মানব জমিন।
একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :