সিলেটে ইয়াবা ও নগদ অর্থসহ এক এসআইকে আটক করেছে পুলিশ।
নগরীর সুবিদবাজার এলাকার একটি বাসা থেকে সোমবার বিকেলে এসআই রুকন উদ্দিন ভুঁইয়াকে আটক করে এসএমপির কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তার সাথে এক নারীসহ আরো চারজনকে আটক করেছে পুলিশ। এছাড়াও আটকের সময় তার কাছ থেকে ৮২ হাজার টাকা ও ১৮২ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের।
আরো পড়ুন: মির্জা কাদেরকে পাগলাগারদে পাঠান, নইলে গণধোলাই খাবে: নিক্সন
তিনি জানান, এসআই রোকন উদ্দিন ভূঁইয়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন লালাবাজারে সাময়িক বরখাস্ত ছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।
পুলিশ সূত্র জানায়, এর আগে ২০১৯ সালের ২৮ জানুয়ারি নগরীর দাড়িয়াপাড়া এলাকা থেকে জোরপূর্বক ইয়াবা সেবনের মাধ্যমে পতিতাবৃত্তি করানোর অপরাধে ইয়াবা ও তার কথিত স্ত্রীসহ এসআই রোকনকে আটক করে র্যাব-৯। এ সময় তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ বিভাগ।
ডেস্ক / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :