নেত্রকোনায় বাড়ির সামনে উঠোনে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে ১৮ মাসের শিশু হামজার করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের কাইটাইল গ্রামে। শিশুটি ওই গ্রামের রাসেল মিয়ার ছেলে।
আরও পড়ুন: মাদারীপুরে গোসলের ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধুকে ধর্ষণ (ভিডিও সহ)
শিশুর পরিবার সূত্রে জানা যায় যে, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠলে মা তাকে শীতের কাপড় পড়িয়ে দেয়। পরে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে উঠোনে খেলা করছিল শিশুটি। কিছুক্ষণ পর বাড়ির আশপাশে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজ করতে থাকে।
আরও পড়ুন: ভাড়াটে খুনি দিয়ে মেয়েকে খুন মায়ের!
পরে অনেকটা সময় পেরিয়ে গেলে বাড়ির পাশের ডোবায় খুঁজতে গিয়ে শিশুটিকে পায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কাজী বুশরা আমীনা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ফেসবুকে প্রেম : সিলেটের রিসোর্টে প্রতারকের সঙ্গে মেডিকেল ছাত্রীর তিন রাত
এ বিষয়ে মদন থানার এস আই আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে।
আপনার মতামত লিখুন :