নীলফামারী কিশোরগঞ্জ উপজেলাধীন ল্যাম্ব প্লান শো প্রকল্প-২ এর উদ্যোগে ২৭৩ জন, ছিন্নমূল, অসহায়, হতদরিদ্র গর্ভবতী মা, প্রসব পরবর্তী মায়েদের দুই বছরের শিশু পরিবারের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার ডিভাইস বিতরণ করা হয়েছে।
আরো পড়ন:প্রেমিকাকে ধষর্ণের প্রতিশোধ নিতে অভিনব পথ বেছে নিল প্রেমিক
আজ বুধবার সকালে উপজেলার নিতাই মুশরুত পানিয়াল পুকুর হাই স্কুল মাঠে প্রতিটি পরিবারের মাঝে হাত ধোয়ার ডিভাইস, ডেটল সাবান, মাক্স বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিতাই ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, প্লান ইন্টারন্যাশনাল রংপুরের হেলথ স্পেশালিস্ট মাহফুজার রহমান, টেকনিক্যাল কো-অর্ডিনেটর কিশোরগঞ্জ শাখার নজরুল ইসলাম।
আরো পড়ন:ফেসবুকে প্রেম : সিলেটের রিসোর্টে প্রতারকের সঙ্গে মেডিকেল ছাত্রীর তিন রাত
এ সময় নিতাই ইউপি চেয়ারম্যান বলেন,করোনাভাইরাস সহ বিভিন্ন দুর্যোগে ল্যাম্ব প্লান শো প্রকল্প-২ হতদরিদ্র পরিবারের পাশে এসে দাঁড়াচ্ছে । তাদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই।
ডেস্ক / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :