গাজীপুর জেলার কালিয়াকৈর থেকে দুই মাদক কারবারীকে এক হাজার ৫০১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়াল বাথান এলাকায় অভিযান চালিয়ে গতকাল বুধবার (২০শে জানুয়ারি) দিনগত রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- লালমনিরহাট এলাকার মো. হোসেন আলীর ছেলে সেলিম ও নরসিংদীর জেলার চর সিন্দুর এলাকার মৃত ছাত্তার মিয়ার ছেলে মো. কাওসার মিয়া।
আরও পড়ুন: প্রেমিকাকে ধষর্ণের প্রতিশোধ নিতে অভিনব পথ বেছে নিল প্রেমিক
আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানিয়েছেন, মাদক কারবারী সেলিম ও কাওসার মিয়াকে আটক করে তাদের হেফাজতে একটি কাভার্ডভ্যান ভর্তি ১ হাজার ৫০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ফেসবুকে প্রেম : সিলেটের রিসোর্টে প্রতারকের সঙ্গে মেডিকেল ছাত্রীর তিন রাত
গ্রেফতারকৃতদের বিরুদ্ধ কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান রাসেল শেখ।
একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :