ঘন কুয়াশার কারনে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দূর্ঘটনা এড়াতে যান চলচল বন্ধ রাখা হলে সেতুর পশ্চিম সংযোগে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় বন্ধ করে দেওয়া হয়। এতে সেতুর ওপর যান চলাচল সম্পূর্ণ বন্ধ যায়।
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্টোলার মো. নজরুল ইসলাম এ বিষয়ে জানান, কুয়াশার ঘনত্ব ৪০ শতাংশেরও নিচে নেমে গেছে। ১০ মিটার দূরের কিছুও দেখা যাচ্ছে না। তাই দুর্ঘটনা এড়াতে টোল প্লাজা বন্ধ রেখে সেতুর ওপর যান চলাচল বন্ধ করা হয়েছে।
আরো পড়ুন: সিলেবাস ২৫ শতাংশ কমিয়ে এসএসসি পরীক্ষার সময় নির্ধারণ
অন্যদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সন্ধ্যার পর থেকেই কুয়াশা বেড়ে চলেছে। রাত ৯টার পর এর তীব্রতা আরও বাড়তে থাকে। সাড়ে ৯টার দিকে সেতু কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ করে দিয়েছে।
এখন ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে শত শত যানবাহন। মহাসড়কে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল পুলিশ দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।
একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :