এবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ উঠেছে।
হাসপাতালের ২৩ নং ওয়ার্ড থেকে শুক্রবার (২২ জানুয়ারি) সকালে ওই নবজাতককে চুরি করা হয়েছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।
গত তিনদিন আগে জন্ম নেয়া ওই নবজাতক গোপাল রনি দাস রবি এবং কমলি রবি দাসের সন্তান। তাদের বাড়ি নগরের রাজপাড়া থানার বাগান পাড়া এলাকায়। রবি দাস হাসপাতাল এলাকায় জুতা সেলাইয়ের কাজ করেন।
আরো পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে পোস্ট, আইডি হারালেন খামেনি
এ ঘটনায় হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে কন্যা শিশুটিকে তার মা ঘুম পাড়িয়ে খাবার নেয়ার জন্য ওয়ার্ডের বাহিরে গিয়েছিলেন। এসে দেখেন শিশুটি নেই। এরপর সাথে সাথে পুলিশকে জানানো হলে অনেক খোঁজাখুঁজি করলেও নবজাতককে পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, হাসপাতালের সিসিটিভির ভিডিও দেখে ওই নারীকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতার করে শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে।
ডেস্ক: / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :