পাবনায় সাড়ে ৭ কেজি গাঁজাসহ আমিনুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীতে গেফতার করেছে।
আজ ৩১ জানুয়ারি (রবিবার) সদরের জালালপুর বাজারে চেকপোষ্ট বসিয়ে প্রাইভেটকার থামিয়ে আমিনুল ইসলামকে আটক করে । পরে তার কাছ থেকে সাড়ে ৭ কেচি গাঁজা উদ্ধার করা হয়।র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। র্যাব এসময় একটি প্রাইভেট কারও উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত যুবক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার পূর্ব ফুলমতি গ্রামের আইয়ুব আলীর ছেলে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার জানান, উক্ত আসামী দেশের চিহিৃত মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে অত্র এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা হয়েছে।
ডেস্ক / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :