সুমাইয়া খানম (১৫) নামে ফরিদ'পুরের বোয়ালমারীতে ৯ম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ঘটনা ঘটে গতকাল বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ময়না ইউনিয়নের ময়না গ্রামে। এসিবোস ইনস্টিউটিশনের ৯ম শ্রেণির ছাত্রী সুমাইয়া ময়না। তার বাবার নাম মিঠু শেখ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
আরো পড়ুন: টেকনাফ থেকে ৮শ রোহিঙ্গাকে উখিয়ায় স্থানান্তর
এসআই শাহাদৎ হোসেন বলেন, সুমাইয়া খানম তার ছোট ভাইয়ের সাথে ঝগড়া করে অভিমানে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন দেখে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে বলে তার পরিবারের লোকজন জানান। আমরা খবর পেয়ে হাসপাতালে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
আরো পড়ুন: পুত্রবধূকে ধর্ষণ, দায় স্বীকার শ্বশুরের
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম বলেন, সুমাইয়াকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ডেস্ক / একটিভ নিউজ
আপনার মতামত লিখুন :